দুর্গাপুরে ‘বিগ ব্যাস’ ক্রিকেট,আসছেন সনৎ জয়সূর্য

0
85

শেখ জয়উদ্দিন,দুর্গাপুরঃ এই মূহূর্তে ক্রিকেটজ্বরে আক্রান্ত শহর দুর্গাপুর। দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে  শুরু হয়েছে দিনরাতের ‘বিগ ব্যাস ২০২৩ ইন্টারন্যাশনাল টেনিস ক্রিকেট টুর্নামেন্ট’। মেগা টুর্নামেন্টের লোগো এবং ট্রফির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার। বিশাল এই ক্রিকেটযজ্ঞের জন্য সাজিয়ে তোলা হয়েছে ভগৎ সিং স্টেডিয়াম। গত ১৩ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য ও শহর থেকে ১৬টি  দল অংশ নিয়েছে। চলছে দিন ও রাতে খেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার।  প্রতিযোগিতার আয়োজক ‘দুর্গাপুর ক্লাব সমন্বয়’ কমিটির সভাপতি সন্দীপ দে জানান,দুর্গাপুরে এই ধরনের আন্তর্জাতিক স্তরের টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এটাই প্রথম। এখানে মুম্বই,দিল্লি,কলকাতা,রায়গঞ্জ,উড়িষ্যার সম্বলপুর,বীরভূম,মেদিনীপুর,কাটোয়া,ঝাড়গ্রাম,আসানসোল,দুর্গাপুরের মোট ১৬টি দল অংশগ্রহন করেছে। ৪টি গ্রুপে ভাগ করে লিগ পর্যায়ের খেলাগুলি চলছে। ফাইনাল  ১৬ ফেব্রুয়ারী। ওই দিন মাঠে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট তারকা সনৎ জয়সূর্য।  তিনি আরও জানান, অংশগ্রহনকারী দলগুলিতে একাধিক আন্তর্জাতিক ক্রিকেটার খেলছেন। যারা দেশে ও বিদেশে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্টে খেলে থাকেন। এদের মধ্যে রয়েছেন উসমান প্যাটেল,যোগেশ পেনকার,থমাস ডায়াস,মইনুদ্দিন শেখ,দীনেশ নাকরানী,সুলতান খান,দুর্গাপুরের সরোজ পরামানিক। এদের অনেকেই সম্প্রতি দুবাইতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে খেলেছেন। প্রতিযোগিতায় রয়েছে আকর্ষণীয় আর্থিক এবং অন্য পুরস্কারও। টুর্নামেন্টের বিজয়ী দল পাবে ১০ লক্ষ টাকা। রানার্স দল পাবে ৫ লক্ষ টাকা। ‘ম্যান অফ দা সিরিজ’ পাবেন একটি রয়েল এনফিল্ড বাইক। ফাইনালে ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ পাবেন ৪৫ ইঞ্চির একটি এলইডি টিভি। এছাড়াও বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, প্রতি ম্যাচে ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ যারা হবেন তাদের জন্যও রয়েছে আর্থিক পুরস্কার। উল্লেখ্য,মেগা এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়েছে দুর্গাপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র ‘পশ্চিম বর্ধমান কথা’ এবং নিউজ পোর্টাল ‘টিভি ৭’ এর একটি দলও। ‘পশ্চিম বর্ধমান কথা’র সম্পাদক তথা ‘ক্যাপিটাল মিডিয়া’র কর্ণধার প্রণব রায় এপ্রসঙ্গে জানান, “দুর্গাপুরে প্রথমবার আয়োজিত এই আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতার সঙ্গে যুক্ত থেকে যেমন আমাদের পত্রিকা ও নিউজ পোর্টালের প্রচার একটা লক্ষ্য,তেমনই আগামী দিনে দুর্গাপুরে যাতে এই ধরনের আরও বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা যায় সেই উদ্যোগকে উৎসাহিত করার জন্যই আমাদের অংশ গ্রহন”।

LEAVE A REPLY