আর্ট অফ লিভিং-এর স্রষ্টা রবি শংকরের জন্মদিন পালন

0
82

সংবাদদাতা, অন্ডালঃ শ্রদ্ধা, ভক্তি ও বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে শনিবার বিশ্বজুড়ে পালন করা হলো আর্ট অফ লিভিং-এর স্রষ্টা শ্রী শ্রী রবিশংকরের ৬৭ তম জন্মদিন। এদিন অন্ডালের কাজোরায় আর্ট অফ লিভিং এর শ্রীশ্রী বেঙ্গল আশ্রমে গুরুজীর জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান। শ্রী শ্রী রবিশংকর জী-র প্রতিকৃতিতে মাল্য দানের মাধ্যমে তার জন্মদিনের অনুষ্ঠানের সূচনা হয়। আশ্রম চত্বরে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। রক্তদান করেন মোট ৩০ জন পুরুষ ও মহিলা। সংগৃহীত রক্ত দেওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে। আশ্রম চত্বরে লাগানো হয় গাছের চারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ডালের ভিডিও সুদীপ্ত বিশ্বাস সহ আশ্রমের ভক্ত সদস্য ও সাধারণ মানুষ জন। সংস্থার এপেক্স সদস্য সুমিত বন্দ্যোপাধ্যায় জানান,সন্ধ্যেবেলায় আশ্রমে বিশেষ মেডিটেশন (যোগ)শিবিরের আয়োজন করা হয়েছে। কাজোড়া ছাড়াও এদিন পশ্চিম বর্ধমান জেলার কুলটি ও দুর্গাপুরেও একাধিক ক্রমসূচীর মাধ্যমে রবিশঙ্কর জি-র জন্মদিন পালন করা হয়।

LEAVE A REPLY