সংবাদদাতা,লাউদোহাঃ একশ দিনের কাজ সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বুধবার দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা ) ব্লক অফিসে বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন বেলা এগারোটা নাগাদ বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করে বিডিও অফিসে আসেন। বিডিও অফিস চত্বরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারা বিডিও-র হাতে একটি দাবি সনদ তুলে দেন। বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি দিলীপ দে। তিনি জানান, ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা যুক্ত। দুর্নীতির কারণে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও রাস্তা দিয়ে ওভারলোডিং কয়লা ও বালির গাড়ি যাতায়াত করে যার ফলে নষ্ট হচ্ছে এলাকার রাস্তাঘাট। ওভারলোডিং গাড়ি থেকে কাটমানি খাচ্ছে শাসক দলের নেতারা বলে অভিযোগ করেন দিলীপবাবু। দুর্নীতি বন্ধ ও অভিযুক্তদের শাস্তির দাবিতেই এদিনের বিক্ষোভ কর্মসূচি বলে জানান দিলীপবাবু। বিজেপির কর্মসূচি ঘিরে যাতে কোন অশান্তি না হয় সেজন্য এদিন বিডিও অফিস চত্বরে মোতায়েন ছিল লাউদোহা থানার পুলিশ।