বাঁকুড়ায় দিলীপ ঘোষ – ‘পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তৃণমূল পার্টি থাকে কিনা দেখুন’

0
155

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ কলাইকুন্ডা থেকে আসানসোলে দলের কর্মসূচীতে যোগ দিতে যাবার পথে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে একটি মনসা পূজার উদ্বোধন করেন বিজেপি সর্বভারতীয়  সহ সভাপতি তথা খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ।  এই কর্মসুচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের নতুন দল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের সবাই দুর্নীতি গ্রস্থ নতুন তৃণমূল কেমন হবে সেটা সময় বলবে।  নবান্ন অভিযানে গেলে পিঠের ছাল তুলে নেওয়া হবে তাতে আমরা কি খালি হাতে যাবো আমরাও ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে যাবো। সংবাদিকদের প্রশ্নের উত্তরে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল থাকে কিনা তা নিয়েও প্রশও তোলেন তিনি। অনুব্রতের মেয়েকে সিবিআই জেরা প্রসঙ্গে তার দাবি, শুধু অনুব্রতর মেয়ে নয়, পার্টি এবং সরকারের সবাইকে জেরা করতে হবে সবাই দুর্নীতিগ্রস্ত। পার্থ চট্টোপাধ্যায়কে ইডির জেলে গিয়ে দেখা করার প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি ইডি তার কাজ করছে। এরপর তিনি বাঁকুড়ার সারদাপল্লী এলাকায় এক দলীয় কর্মীর বাড়িতেই মধ্যাহ্নভোজন সারেন।

LEAVE A REPLY