নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ প্রভাব খাটিয়ে বিধায়ক কন্যার কল্যানী এইমসের চাকরীর ঘটনায় ফের একবার নিলাদ্রী শেখর দানার কন্যা মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করল সি আই ডি। আজ দুপুর ২ টা ১৫ নাগাদ সি আই ডির চার সদস্যের একটি তদন্তকারী দল বাঁকুড়ার বিধায়কের বাড়িতে যায়। এক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় মৈত্রী দানাকে। বিষয়টিকে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবী করেছে বিজেপি। বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানার মেয়ে মৈত্রী দানার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি প্রভাব খাটিয়ে কল্যানী এইমসে চাকরী পান চলতি বছরের গোড়ার দিকে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত নিজেদের হাতে নেয় সি আই ডি। গত ১৫ জুলাই ও ১ আগষ্ট দু দফায় বিধায়ক কন্যা মৈত্রী দানাক্র জিজ্ঞাসাবাদ করে সি আই ডি। কিছুদিন আগে বিধায়ক নিলাদ্রী শেখর দানাকে ভবানি ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর ওই জিজ্ঞাসাবাদ পর্বে পাওয়া তথ্য যাচাই করতে আজ ফের মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করে সি আই ডি। সি আই ডির এই বারবার জিজ্ঞাসাবাদকে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ভাবে বিধায়ককে বিব্রত করার কৌশল বলে দাবী করেছে বিজেপি। বিধায়ক নিলাদ্রী শেখর দানার দাবী এইভাবে তাঁকে দমানো যাবে না। মৈত্রী দানার আইনজীবী জানিয়েছেন নিলাদ্রী শেখর দানাকে কিছুদিন আগে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিন সেই তথ্যগুলি যাচাই করে দেখেছেন তদন্তকারীরা।