দূর্ণীতি নোট করার আবেদন জানিয়ে সাইকেলে ঘুরে ঘুরে গ্রামবাসীদের হাতে ডায়েরি তুলে দিলেন বিজেপি বিধায়ক 

0
71

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ সাইকেল নিয়ে গ্রামে ঘুরে বাড়ি বাড়ি ডায়েরি দিলেন বিজেপি বিধায়ক নিলাদ্রী দানা।  ডায়েরিতে বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতি ও স্বজনপোষণের কথা নথিভূক্ত করার আবেদন জানান তিনি।  ডায়েরি দিয়ে গ্রামবাসীদের অনুরোধ করলেন বিভিন্ন সরকারী প্রকল্পে দুর্নীতি ও স্বজনপোষণের কথা লিখে তাঁর হাতে তুলে দেওয়ার। আগামীদিনে গ্রামবাসীদের হাতে লেখা সেই ডায়েরি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বিধায়ক। তৃণমূলের দাবী পঞ্চায়েত নির্বাচনের মুখে বিধায়ক নাটক করছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে সরকারী প্রকল্পগুলির সাফল্যকে তুলে ধরে যেমন প্রচারের ময়দানে নেমেছে রাজ্যের শাসক দল তেমনই নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন প্রকল্পের দুর্নীতির ইস্যুতে প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধী গেরুয়া শিবির। এই অবস্থায় আজ সাইকেল নিয়ে বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জেঠিয়া গ্রাম ঘোরেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী দানা। গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরে জনসংযোগ করে বিভিন্ন সরকারী প্রকল্পের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাঁদের হাতে একটি করে ছোট ডায়েরি তুলে দেন তিনি।  সরকারী বিভিন্ন প্রকল্পের দুর্নীতি,  স্বজনপোষণ সহ সেই প্রকল্পগুলি সম্পর্কে খুঁটিনাটি লিখে তা তাঁর কাছে জমা দেওয়ার অনুরোধ জানান বিধায়ক। বিধায়কের দাবী এই ডায়েরি গুলি সংগ্রহ করে তা রাজ্যের বিরোধী দলনেতার মাধ্যমে পাঠানো হবে খোদ প্রধানমন্ত্রীর কাছে। তৃণমূলের দাবী গত বিধানসভা নির্বাচনে নিলাদ্রী শেখর দানা জয় পেলেও গত পুরসভা নির্বাচনে বাঁকুড়া পুরসভায় ব্যাপক পিছিয়ে পড়ে বিজেপি। সেই ফলাফলে ভয় পেয়েই এখন বিজেপি বিধায়ক এমন নাটক করছেন।

LEAVE A REPLY