ডেঙ্গির বাড়বাড়ন্তে পুরসভার বিরুদ্ধে গাফিলাতির অভিযোগ তুলে রাস্তায় মশারি টাঙিয়ে বিক্ষোভ বিজেপির

0
77

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়া শহরে ডেঙ্গির সংক্রমণ চারশো ছাড়ালেও বাঁকুড়া পুরসভা নির্বিকার, এই অভিযোগ তুলে রাস্তায় মশারি টাঙিয়ে মিছিল করে আজ বাঁকুড়া পুরসভার সামনে বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি কর্মী সমর্থকরা। আজ বাঁকুড়া পুরসভা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান। অন্যদিকে, শহরে ডেঙ্গি সম্পূর্ণ নিয়ন্ত্রণে দাবী পুরসভার।পুজোর মাস খানেক আগে থেকে ডেঙ্গির সংক্রমণ বাড়তে থাকে বাঁকুড়ায়। বাঁকুড়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গির সংক্রমণ হাতের নাগালের বাইরে চলে যায়। ৯ নম্বর ওয়ার্ডেও দ্রুত বাড়তে থাকে ডেঙ্গির সংক্রমণ। ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিজেপির। বিজেপির আন্দোলনকারীদের  দাবী আগে থেকে ব্যবস্থা নিলে বাঁকুড়া শহরে ডেঙ্গির সংক্রমণ এই জায়গায় পৌঁছাত না। পুরসভা অবশ্য আন্দোলনকারীদের দাবী মানতে নারাজ। উপ পুরপ্রধান বিজেপির এই আন্দোলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে লোক দেখাতে আন্দোলন বলেই কটাক্ষ করে জানান, বাঁকুড়া পুরসভা যথাসময়ে ব্যবস্থা নেওয়ায় শহরে ডেঙ্গির সংক্রমণ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে সংক্রমণের হার এক শতাংশেরও নিচে বলে জানিয়েছে পুরসভা কর্তৃপক্ষ।

LEAVE A REPLY