পঞ্চায়েত ভোটের আগে বর্ধমানের ভাতারে ভাঙ্গন পদ্ম শিবিরে

0
30

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ভাঙ্গন পদ্ম শিবিরে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিক বিজেপি কর্মীর। জানা যায় পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সাহেবগঞ্জ এক নম্বর অঞ্চলের কাশিপুর এলাকার বাসিন্দা ভাতার ব্লক বিজেপির যুব মোর্চার সভাপতি তথা জেলা বিজেপির সাধারণ সম্পাদক ঝন্টু শিল সহ অন্যান্য বিজেপি কর্মীরা মাসখানেক আগে তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন।  ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কাছে তৃণমূলের যোগদান করার জন্য আবেদন জানিয়েছিলেন তারা। দলীয় স্তরে আলোচনার পর বিধায়ক দলত্যাগী বিজেপি কর্মীদের আবেদন মঞ্জুর করেন। রবিবার আনুষ্ঠানিকভাবে ভাতার ব্লক তৃণমূল কার্যালয়ে দলত্যাগী বিজেপি কর্মীদের হাতে তৃণমৃলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী ও ব্লক সভাপতি বাসুদেব যশ। ভাতার ব্লক তৃণমূলের সভাপতি বাসুদেব যশ বলেন, বিজেপির যুব মোর্চার সভাপতি সহ ১০ জন বিজেপির কার্যকর্তাদের হাত ধরে কয়েক শো বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। দলীয় শৃঙ্খলা মেনে আগামী পঞ্চায়েত ভোটে তাদেরকে কাজে লাগানো হবে। দলত্যাগী বিজেপির যুব মোর্চা সভাপতি  তথা জেলা বিজেপির সাধারণ সম্পাদক ঝন্টু শিলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে স্বইচ্ছায় তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বিধায়কের হাত ধরে ২৫টি পরিবারের প্রায় ৩০০ জন বিজেপি কর্মী  তৃণমূলে যোগদান করেন। বিধায়ক যেভাবে নির্দেশ দেবেন সেইভাবেই তারা তৃণমূলের সাথে কাজ করবেন। এ বিষয়ে বিজেপি ৩৭ মন্ডলের সভাপতি জীবন গুপ্তের  সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি বলেন,জোর করে ভয় দেখিয়ে তাদের কর্মীদের তৃণমূলে যোগদান করানো হয়েছে।

LEAVE A REPLY