অন্ডাল থানায় বিজেপি কর্মীদের বিক্ষোভ

0
227

সংবাদদাতা, অন্ডালঃ নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের মারধর, পুলিশের পক্ষপাতিত্ব সহ সাত দাবীতে শুক্রবার অন্ডাল থানায় বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি বিজন মুখোপাধ্যায়, ছোটন চক্রবর্তী, আশা শর্মা, রানীগঞ্জ দু’নম্বর মন্ডলের সভাপতি আনন্দ গোপ সহ অন্যরা। বিক্ষোভ চলে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত। বিক্ষোভ শেষে দলের পক্ষ থেকে অন্ডাল থানার আধিকারিকের হাতে একটি দাবী সনদ তুলে দেওয়া হয়। বিজেপির জেলা সহ-সভাপতি ছোটন চক্রবর্তী জানান, দলের নবান্ন অভিযানে পুলিশ অকারণে বিজেপি কর্মীদের মারধর করেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে। এছাড়াও বিভিন্ন দুর্নীতি মামলার নিরপেক্ষ তদন্ত ও কয়লা বালি পাচার বন্ধ এবং জাতীয় সড়কে ওভারলোডিং গাড়ি চালানো বন্ধ করার দাবিতে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান ছোটনবাবু।

LEAVE A REPLY