নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ব্লকের স্বনির্ভর দলগুলিকে গঠন, আয় বাড়ানো, পরিচালনা করা, ব্যাংক লোন সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে বেশ কয়েকবছর আগে গঠন করা হয়েছিল ব্লক লেবেল ট্রেনারদের। এই পদে বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকের প্রায় কয়েকশো মহিলা নিযুক্ত হয়েছিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই গত ২০২০ সাল মাঝামাঝি সময়ে বন্দ হয়ে যায় স্বনির্ভর দলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার কাজ। কর্মহীন হয়ে পড়েন কয়েক শো ব্লক লেবেল ট্রেনার। আজ তারাই কাজের নিশ্চয়তা, মাসে ২৬ দিনের কাজ, বেতন বৃদ্ধি, ট্রেনিং দিতে যেতে যাতায়াতের খরচ, বেতন ব্যাংক একাউন্টের সঙ্গে সংযুক্তি করন করতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখায় থাকেন জেলা শাসকের দপ্তরে। তাদের দাবি অবিলম্বে তাদের দাবিদাওয়া পূরণ না হলে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন ব্লক লেভেল ট্রেনাররা।