সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ শিবিরে সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০ জন মহিলা রক্তদান করে গড়লেন নজির। রবিবার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির হয় ছোড়া পঞ্চায়েতের শংকরপুর কমিউনিটি হলে। ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী সহ অন্যরা। এদিন শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০ জন মহিলা। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে। রক্তদাতাদের হাতে শংসাপত্র ও উপহার তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এদিন ছোড়া পঞ্চায়েতের সদস্য শেখ জুম্মন-এর মেয়ে আলিশা খাতুন এর জন্মদিন ছিল। মেয়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে পরিবারের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করার ইচ্ছা প্রকাশ করা হয়। সেই কারণেই এদিন শিবিরটি হয়। শিবিরে শেখ জুম্মনের স্ত্রী তথা আলিশা খাতুনের মা নাশিবা বিবিও রক্তদান করেন।