নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ বৃহস্পতিবার ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবেও পালন করা হয়। এই উপলক্ষ্যে রাজ্যের সব জায়গার সঙ্গে দুর্গাপুরেও একাধিক কর্মসূচী পালিত হয়। দিনটি সামনে রেখে এদিন দুর্গাপুরের তিন জায়গায় স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তিনটি শিবিরে মোট ৭৪ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে বলে দুর্গাপুর ব্লাড ডোনার্স ফোরাম সূত্রে জানা গেছে। এদিন বিহারপুর উন্নয়ন সমিতির উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় নডিহা বিহারপুর স্কুল ময়দানের শিবিরে ৬ জন মহিলা সহ মোট ২০ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেছে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড সেন্টার। দুর্গাপুরের সগড়ভাঙ্গা তরুণ সংঘের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটির সহযোগিতায় সগড়ভাঙ্গা তরুণ সংঘ ক্লাব ময়দানে আয়োজিত রক্তদান শিবিরে ৪ জন মহিলা সহ মোট ২১ জন রক্তদান করেছেন। এখানে মিশন হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। অন্যদিকে, দুর্গাপুর ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটির সহযোগিতায় ১১ নং ওয়ার্ডের কুড়ুরিয়া মিলনপল্লী পার্কে আয়োজিত রক্তদান শিবিরে ১ জন মহিলা সহ মোট ৩৩ জন রক্তদান করেছেন। এখানে রক্ত সংগ্রহ করে বিবেকানন্দ হাসপাতাল ব্লাড সেন্টার। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেই শিবিরগুলিতে এদিন রক্তদান কর্মসূচী শুরু করা হয়।