বাঁকুড়া,২৩ মার্চঃ দক্ষিন ভারত থেকে বাঁকুড়ায় ফিরল প্রায় পাঁচশো মানুষ, প্রাথমিক পরীক্ষার পর পাঠানো হল হোম কোয়ারেন্টিনে। করোনা আতঙ্কে যখন কাঁপছে রাজ্য তখন দক্ষিন ভারত থেকে এ রাজ্যের বাঁকুড়া জেলায় ফিরে এল প্রায় পাঁচশো মানুষ । কাজ ও চিকিৎসার প্রয়োজনে তাঁরা দক্ষিন ভারতের কর্নাটক তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্যে গিয়েছিলেন । গতকাল রাতেই তাঁরা একটি ট্রেনে করে বাঁকুড়ায় ফেরেন । দক্ষিন ভারত থেকে ফেরা এই যাত্রীদের প্রাথমিক পরীক্ষার পর ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয় । করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ । সংক্রমণের ভয়ে দেশের সর্বত্র একে একে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে কল কারখানা ও নির্মান কাজ । এই অবস্থায় দক্ষিন ভারতের বিভিন্ন কল কারখানা ও নির্মান কাজের সঙ্গে যুক্ত এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছেন এ রাজ্যে । গতকাল গভীর রাতে ভেল্লুপুরম পুরুলিয়া ট্রেনে এমনই প্রায় ৫০০ জন পরিযায়ী শ্রমিক এবং ভেল্লোর ও পুদুচেরিতে চিকিৎসার প্রয়োজনে যাওয়া মানুষ ফিরে আসেন বাঁকুড়ায় । এই ট্রেন যাত্রীরা দুটি ভাগে ভাগ হয়ে নামেন বাঁকুড়া ও বিষ্ণুপুর ষ্টেশনে । এই ট্রেন যাত্রীদের শারীরিক পরীক্ষার জন্য বাঁকুড়া ও বিষ্ণুপুর ষ্টেশনে স্বাস্থ্য দফতরের বিশেষ দল ছাড়াও হাজির ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা । নামার পর যাত্রীদের প্রত্যেকের নাম ও ঠিকানা সংগ্রহ করা হয় পুলিশ ও প্রশাসনের তরফে । তাঁদের শরীরের প্রাথমিক পরীক্ষার পর তাঁদের ১৪ দিনের হোম কোয়ারিন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয় বলে দাবি করেছে প্রশাসন । যদিও যাত্রীদের দাবি ট্রেন থেকে নামার পর তাঁদের সেভাবে কোনো শারীরিক পরীক্ষা করা হয়নি । শুধুমাত্র শারীরিক কোনো সমস্যা আছে কিনা তা মৌখিক ভাবে জেনে ও তাঁদের নাম ঠিকানা সংগ্রহ করে ১৪ দিন হোম কোয়ারিন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফে।