বাঁকুড়া, ২৪ ফেব্রুয়ারিঃ ফের বড়জোড়া শিল্প তালুকে দুর্ঘটনা , ফুটন্ত লোহা ছিটকে গুরুতর জখম কারখানায় কর্মরত দুই শ্রমিক । ফের বাঁকুড়া বড়জোড়া শিল্প তালুকের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনা ঘটল। আজ কারখানায় কাজ করার সময় আচমকাই ফুটন্ত গলিত লোহা ছিটকে গুরুতর জখম হলেন দুই শ্রমিক । জখম দুই শ্রমিকের নাম উমেশ যাদব ও উলগু যাদব । স্থানীয় সূত্রে জানা গেছে এদিন কারখানায় ফার্নেসের সামনে হ্যামারিং এর কাজ করছিলেন ওই কারখানার বেশ কয়েকজন শ্রমিক । হ্যামারিং করার সময় আচমকাই গলন্ত লোহা ছিটকে লাগে দুই শ্রমিকের গায়ে । গুরুতর জখম অবস্থায় ওই দুই শ্রমিককে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এর মধ্যে উমেশ যাদবকে পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় । এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই বড়জোড়া শিল্প তালুকের বেসরকারি কারখানাগুলির শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।