বিষ্ণুপুরে টেরাকোটার মন্দির দেখতে এসে মুগ্ধ মার্কিন রাষ্ট্র দূত

0
1091

বাঁকুড়া, ১ আগষ্টঃ বাঁকুড়ার বিষ্ণুপুরে টেরাকোটার মন্দির দেখতে এসে মুগ্ধ মার্কিন রাষ্ট্র দূত , আমেরিকার পর্যটকদের বিষ্ণুপুরে পাঠানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ।

টেরাকোটার মন্দিরের শিল্প কলা , স্থাপত্য ও সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন মার্কিন রাষ্ট্র দূত পট্টি হফমেন । আজ সকালে মার্কিন দুতাবাসের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে বাঁকুড়া বিষ্ণুপুরে আসেন তিনি । প্রথমে বিষ্ণুপুরে এসে তিনি যান সুপ্রাচীন শ্যামরাই মন্দিরে । সেখানে মন্দির ঘুরে ঘুরে দেখেন তিনি । পরে সেখান থেকে তিনি যান জোড়বাংলা মন্দির ও রাসমঞ্চে । মন্দিরগুলির আনাচ কানাচ ঘুরে ঘুরে তিনি উপভোগ করেন প্রাচীন মল্ল রাজাদের প্রাচীন শিল্প কলা সমৃদ্ধ স্থাপত্য গুলির সৌন্দর্য । ক্যামেরাবন্দী করেন প্রাচীন এই শিল্পকলাকে।  নিজেও বন্দি হন  ক্যামেরার ফ্রেমে। পরে তিনি বলেন বিষ্ণুপুরের মন্দির দেখে আমি মুগ্ধ । আগামী দিনে আমার বন্ধু বান্ধব , সহ কর্মী ও এমনকি মার্কিন পর্যটকরা যাতে বিষ্ণুপুরে আসেন তার জন্য অনুপ্রানিত করা হবে।