বাঁকুড়া,২৩ মার্চঃ করোনা আতঙ্কের জের। মানব শৃঙ্খল ভাঙার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে লকডাউন এর নির্দেশিকা। আর তা কার্যকর হয়েছে আজ বিকেল পাঁচটা থেকে। কিন্তু লকডাউন এর আওতা থেকে বাদ দেয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজার হাট মাছ মাংসকে। কিন্তু আতঙ্কিত জেলাবাসী আজি সপ্তাহ খানেকের বাজার ঘরে মজুদ রাখতে হুমড়ি খেয়ে পড়েছেন বাঁকুড়া জেলার বিভিন্ন বাজার গুলিতে। আর এই সুযোগে কাজে লাগিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী যত সময় ঘনিয়ে আসছে দরও চড়চড় করে বাড়াচ্ছে। আলুর দর যেখানে গতকাল পর্যন্ত ১৬ টাকা কেজি ছিল। আজ বাজার খোলার সাথে সাথেই তা ১৮ পরে ২০ আবার কোন কোন জায়গায় ২২ টাকা কিলো বিক্রি হতে শুরু করে। বাজার বন্ধ থাকবে এই ধারণা থেকেই বেশি দামেও আলু কিনছিলেন ক্রেতারা। সেই খবর পৌঁছে যায় বাঁকুড়া জেলার বাজার নিয়ন্ত্রণকারী দপ্তরে। ডিএসপি ডিইভির নেতৃত্বে একটি দল বাঁকুড়ার চকবাজার, বড়বাজার, কৃষক বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখেন কথা বলেন ক্রেতাদের সঙ্গে। পাশাপাশি আলু বিক্রেতার সঙ্গে কথা বলে ১৮ টাকার কেজি বেশি দামে বিক্রি করা চলবে না এমনই নির্দেশ জারি করেন। সরকারি সুফল বাংলার স্টল থেকে ১৬ টাকা কেজি দরে এক একজন ক্রেতা সর্বাধিক তিন কিলো পর্যন্ত আলু ক্রয় করতে পারবেন ও অন্যান্য বাজারে আলুর দর ১৮ টাকা কেজি দরে বেঁধে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন পুলিশ আধিকারিক।