বাঁকুড়া, ২৬ ডিসেম্বরঃ আবার সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। আজ খোয়া ও চুরি হয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন নির্দিষ্ট মোবাইল মালিকের হাতে তুলে দিলেন দেওয়া হলো একটি অনুষ্ঠানের মাধ্যমে। জেলা পুলিশের তরফ থেকে আজ বাঁকুড়ার পুলিশ লাইনের পুলিশ সুপারের অফিসের কনফারেন্স রুমে ১০৭ জন ব্যক্তির খোয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফেরত পেল। গত দুমাস ধরে বাঁকুড়ার বিভিন্ন থানা এলাকায় এই মোবাইল হ্যান্ডসেট গুলি চুরি এবং খোয়া যাওয়ার অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতেই বাঁকুড়া জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ফোন সিম লোকেশন ও ইএমআই নং ট্র্যাক করে এই মোবাইল গুলি উদ্ধার করে। আজ নির্দিষ্ট নথিপত্র দেখিয়ে এই মোবাইল হ্যান্ডসেট গুলি ফেরত নিলেন উপভোক্তারা।খোয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন ফেরত দিতে পেরে খুশি জেলা পুলিশ।।পুলিশ সুপার আবেদন করেছেন মোবাইল খোয়া বা চুরি হলেই বিলম্ব না করে দ্রুততার সঙ্গে যেন অভিযোগ জমা করেন খোয়া যাওয়া মোবাইল এর মালিক। তাহলেই সম্ভব এই হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলটি তার মালিকের হাতে তুলে দেওয়া।হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন আবার নিজের হাতে ফিরে পেয়ে খুশি মোবাইল ফোনের মালিকরাও।