বাঁকুড়া, ৮ জুলাইঃ কাটমানি ফেরতের পালা শুরু হল বাঁকুড়ার। এলাকার মানুষের চাপে অবশেষে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরৎ দিলেন তৃণমূল নেতা।
নির্মল বাংলা প্রকল্পে শৌচালয় তৈরির জন্য এলাকার মানুষের কাছ থেকে পরিবার পিছু ৯০০ টাকা করে আদায় করেছিলেন স্থানীয় তৃণমূল নেতা ভজহরি গরাই। কিছু কিছু ক্ষেত্রে শৌচালয় মিললেও তৃণমূল নেতাকে দেওয়া ৯০০ টাকার বিনিময়ে কোন রশিদ পাননি এলাকার মানুষ। রশিদ বিহীন ওই ৯০০ টাকা দ্রুত ফেরতের দাবিতে তৃণমূল নেতাকে কয়েকদিন আগেই ঘেরাও করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষের চাপে শেষ পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে পরিবার পিছু ৯০০ টাকা করে আজ ফেরৎ দিলেন স্থানীয় তৃণমূলের ওই নেতা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোল এলাকায়। ওই তৃণমূল নেতার দাবি কটমানি নয়, ঠিকাদারের কথায় সরকারি নিয়ম অনুযায়ী তিনি কেশিয়াকোল গ্রামের ষাটটি পরিবারের কাছে পরিবার পিছু ৯০০ টাকা করে সংগ্রহ করেছিলেন। সংগৃহিত টাকা ঠিকাদারের হাতে তুলেও দিয়েছিলেন ওই তৃনমুল নেতা এমনটাই দাবী। কিন্তু ওই ঠিকাদার তার বিনিময়ে কোনো রসিদ দেননি। এখন এলাকার মানুষ তাকে চাপ দেওয়ায় তিনি সুদে টাকা ধার করে ষাটটি পরিবারকে টাকা ফিরিয়ে দিচ্ছেন। তৃনমুল নেতার কাছ থেকে কাটমানি ফেরত পেয়ে খুশি এলাকার মানুষ।