বাঁকুড়া, ১৪ ফেব্রুয়ারীঃ বাঁকুড়া জেলা জুড়ে ৫১৯ জন প্রাথমিক শিক্ষককে অবৈজ্ঞানিক ভাবে বদলীর প্রতিবাদে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ঘেরাও করে বিক্ষোভ।
বাঁকুড়া জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাথমিক বিদ্যালয়গুলিতে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের মধ্যে ৫১৯ জন শিক্ষককে অবৈজ্ঞানিক ভাবে বদলীর প্রতিবাদে আজ বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ঘেরাও করে বিক্ষোভে সামিল হল প্রাথমিক শিক্ষক সমিতি। ওই সংগঠনের দাবি স্কুলগুলিতে থাকা উদ্বৃত্ত শিক্ষক অন্যত্র বদলী করা নিয়ে বাঁকুড়া জেলা প্রশাসন যে তালিকা তৈরি করেছিল তা না মেনে ইচ্ছেমতো শিক্ষকদের বদলী করা হয়েছে। এর ফলে জেলার বহু স্কুল এক শিক্ষক বিশিষ্ঠ হয়ে পড়েছে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী কোনো স্কুলই এক শিক্ষক বিশিষ্ঠ হতে পারে না। পাশাপাশি অনেক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষককে বদলী করে দেওয়ায় একাধিক স্কুলে চূড়ান্ত অচলাবস্থা তৈরি হয়েছে। মার খাচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলির পঠন পাঠন। অবিলম্বে বদলী প্রক্রিয়া বাতিল করে নতুন করে বদলীর তালিকা তৈরি করার দাবিতে সরব হয়েছে ওই সংগঠনের শিক্ষক কর্মী ও সমর্থকরা।