নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ শখ করে ছোট নৌকায় দিঘির মাঝে ঘুরতে চলে যান এক যুবক। কিন্তু দিঘির মাঝখানে হাত থেকে হালটি ফস্কে পড়ে যায়। জলে নেমে সেটি তুলতে গিয়ে দিঘির জলে তলিয়ে গেলেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের আলেফনগর গ্রামের বরকত আলি মল্লিক(৩১) নামে ওই যুবক। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। ওই যুবকের হদিশ মেলেনি। উদ্ধারের কাজে ডাকা হয় ডুবুরির দলকে। জানা যায় পেশায় রাজমিস্ত্রি বরকত আলি মল্লিক কেরলে থাকতেন।পাঁচদিন আগে বাড়ি আসেন। গ্রামের পাশে দিঘির পাড়ে ঘাস কাটতে গিয়ে দিঘিতে থাকা ছোট নৌকাটি নিয়ে জলে নেমে পড়েন। দিঘিতে মাছচাষ করেন যিনি তিনি ওই নৌকাটি করে মাছের খাবার ছড়ান। তার নজর এড়িয়ে নৌকা নিয়ে দিঘির মাঝে চলে যান ওই যুবক।এরপর গ্রামের লোকজন খবর পান। যুবকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।