সংবাদদাতা,বর্ধমানঃ পূর্ব বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে শুরু হয়েছে এক অভিনব দেহসৌষ্ঠব প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার দুটি ভাগ রয়েছে। একটি পুলিশ কর্মীদের জন্য ‘ ফিট কপ চ্যালেঞ্জ ‘ আর সাধারণের জন্য মিঃ ওয়েষ্ট বেঙ্গল। এই প্রতিযোগিতায় ড্রাগমুক্ত বডি বিল্ডিং আর ফিটনেসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। গোটা রাজ্যের পুলিশ, কমিশনারেট আর কলকাতা পুলিশের কর্মীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রায় তিনশো প্রতিযোগী এখানে অংশ নিয়েছেন। এদিন সংস্কৃতি মঞ্চে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়। আয়োজকদের মধ্যে রণজ মুখার্জি জানান, গোটা রাজ্যের সব জেলা এবং কমিশনারেট থেকে প্রতিযোগীরা এসেছেন। রাজ্যে অনেকদিন পর এ ধরণের প্রতিযোগিতা হচ্ছে।