জয় লাহা, দুর্গাপুর, ৫ মেঃ ষ্টেশন সংলগ্ন রাস্তার পাশে পরিত্যাক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল। শুক্রবার ঘটনাটি ঘটেছে পানাগড় ষ্টেশন সংলগ্ন রনডিহা রোডের ওপর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। এবং গোটা এলাকাটি ঘিরে রাখে। ঘটনায় জানা গেছে, এদিন দুপুর নাগাদ পানাগড় রনডিহা রোডের ওপর একটি দোকানের সামনে দাবীদার হীন একটি সুইটকেস ও একটি ব্যাগ পড়ে থাকতে দেখে বাসিন্দারা। দীর্ঘক্ষন পড়ে থাকায় বাসিন্দাদের সন্দেহ হয়। ঘটনাস্থল থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দুরে পানাগড় সেনাছাউনী। স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পড়ে থাকা সুইটকেস ও ব্যাগের এলাকাটি কাঠ দিয়ে ঘিরে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বম্বস্কোয়াড। বম্ব ডিটেক্টর দিয়ে সুইটকেস ও ব্যাগ পরীক্ষা করা হয়। তাতে সন্দেহজনক কিছু না পাওয়া, সুইটকেস ও ব্যাগ দুটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।