পরিত্যক্ত ঘর থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মেমারিতে

0
54

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ পরিত্যক্ত ঘর থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারিতে। শুক্রবার মেমারির বোহারের কাশিপুর গ্রামের অঙ্গনারী কেন্দ্র সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান  এলাকায় কয়েকটি  বাচ্চা খেলা করতে করতে ওই বোমা গুলি দেখতে পায়। একটি নাইলন ব্যাগে দু’টি বোম রাখা আছে। গ্রামের বাসিন্দারা মেমারি থানায় খবর দিলে ঘটনাস্থলে যায়  পুলিশ। শুক্রবার থেকে  ব্যারিকেড দেওয়া ছিল। শনিবার সকালে দুর্গাপুর থেকে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা গিয়ে ফাঁকা জায়গায় দুটি বোম নিক্রিয় করে।

LEAVE A REPLY