নিজস্ব সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ রবিবার সন্ধ্যায় ভুড়ি ফরফরি এলাকায় শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। বোমার আঘাতে দু’জন আহত হয়। সোমবার পরিতক্ত বোমা ফেটে আহত হন আরো একজন গ্রামবাসী। গ্রামে আরো বোমা মজুদ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছিল স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার পুলিশ ও সিআইডির বোম নিষ্ক্রিয় দল এলাকায় তল্লাশি চালায়। যদিও তল্লাশিতে কোন বোমা উদ্ধার হয়েছে কিনা তা অবশ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। উল্লেখ্য রবিবার সন্ধ্যায় ভুড়ি ফরহরি এলাকায় শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। বোমাবাজির ঘটনাও ঘটে। সেদিন বোমার আঘাতে আহত হন বিজয় মাঝি, বিক্রম চন্দ্র নামে দুই তৃণমূল কর্মী। সোমবার মাঠে গরু চরাতে গিয়ে পরিতক্ত বোমা ফেটে আহত হন ঝন্টু মন্ডল নামে এক গ্রামবাসী। ফের বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। এলাকায় আরো বোমা মজুদ থাকতে পারে বলে সন্দেহ হয় গ্রামবাসীদের। বোমা উদ্ধারের দাবিও জানান তারা। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ ভুঁড়ি ফরফরি গ্রামে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও সিআইডির বোম স্কোয়াড দলের সদস্যরা। তারা গ্রামের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায়। তবে এ দিনের তল্লাশিতে কোন বোমা উদ্ধার হয়েছে কিনা তা অবশ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। এলাকায় এখনো আতঙ্ক ও চাপা উত্তেজনার রয়েছে।