নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আদিবাসী মহিলাদের দন্ডী কাণ্ডের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানে ১২ ঘণ্টার বন্ধ। আর সেই কারণেই বাঁকুড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অধিকাংশ বাস। বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে প্রায় সাড়ে তিনশো বাস চলাচল করে। সকালবেলা বাঁকুড়ার জঙ্গলমহল রায়পুর সারেঙ্গা সিমলাপাল তালডাংরা গুটিকতক বাস চলাচল করলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সব বাসের চাকা বন্ধ। শুধুমাত্র দুর্গাপুর আসানসোল লাইনের বাস চলাচল করছে স্বাভাবিকভাবে। বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন যাত্রীরা। গেটের টাকা খরচা করে পাইভেট গাড়িতে বাড়তি পয়সা খরচা করতে হচ্ছে গন্তব্যে পৌঁছাতে।বাস বন্ধের কারনে নাকাল যাত্রীরা।বালুরঘাটে আদিবাসী মহিলাদের ঘরবাপসি দন্ডি কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান।বন্ধের প্রভাবে বন্ধ রয়েছে বাঁকুড়ার বিভিন্ন রূটে বাস চলাচল। এর পাশাপাশি রাস্তা অবরোধও করে আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মীরা। বাঁকুড়া শালতোড়া রাজ্য সড়কের ধবন মোড়ে পথ অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন, সমস্যায় পড়তে হয় যাত্রীদের।