বাঁকুড়ায় কুরমি সামাজের ১২ ঘন্টার বন্ধ

0
57

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বুধবার সকাল ছ’টা থেকে সন্ধ্যে ছ’টা পর্যন্ত ১২ ঘন্টা বন্ধের ডাক দেয় আদিবাসী কুড়মি সমাজ। কুড়মি সমাজের বন্ধে মিশ্র প্রভাব পড়ল বাঁকুড়া জেলায়। বাঁকুড়ার মূলত জঙ্গলমহল সারেঙ্গা রাইপুর রানীবাঁধ খাতড়া এলাকায় প্রভাব লক্ষ্য করা গেলো বন্দের। তবে বাঁকুড়ার শহর এলাকায় বন্ধের সেরকম প্রভাব লক্ষ্য করা যায়নি। বাঁকুড়ার থেকে জঙ্গলমহল মূলত জেলা দক্ষিণাঞ্চে যাওয়ার বাস না থাকায় বাঁকুড়ার বাসস্ট্যান্ডে বন্ধের নাকাল হতে হয় যাত্রীদের। কেন্দ্রের কাছে সি আর আই রিপোর্ট পাঠানোর দাবী সহ একাধিক দাবীতে কুড়মিদের ডাকা ১২ ঘন্টা বনধের সর্বাত্মক প্রভাব পড়ল বাঁকুড়ার জঙ্গলমহলে। সকাল থেকেই বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায় পথ অবরোধ কর্মসূচী শুরু করেন কুড়মিরা। এর জেরে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল পুরোপুরি বিপর্যস্ত। বাইক বা সাইকেল নিয়ে যারা যাতায়াত করছেন তাঁদেরও রীতিমত নাকাল হতে হচ্ছে। বনধের জেরে দোকান পাট সকাল থেকেই বন্ধ। বনধের  প্রভাব পড়েছে বাঁকুড়ার রাইপুর, রানীবাঁধ,  সারেঙ্গা ও খাতড়া ব্লক এলাকাতেও। তবে বাঁকুড়া সদর ও বিষ্ণুপুর মহকুমা এলাকায় এই বনধের তেমন কোনো প্রভাব নেই। এরপরও সি আর আই রিপোর্ট পাঠানো না হলে সেক্ষেত্রে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কুড়মি নেতারা।

LEAVE A REPLY