অগ্নিবীর প্রকল্পের বিরুদ্ধে ডাকা বনধে কোনো প্রভাব পড়ল না খনি এলাকায়

0
215

সার্থককুমার দে, অন্ডালঃ অগ্নিবীর প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার বেশ কয়েকটি সংগঠন একযোগে ভারত বনধের ডাক দিয়েছিল। এদিন গোটা রাজ্যের মত অন্ডাল,পাণ্ডবেশ্বর, লাউদোহা সহ বিস্তীর্ণ খনি অঞ্চলে বন্ধের কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক ছিল জনজীবন। অন্ডালের নর্থ ও সাউথ বাজার,কাজোরা,উখড়া,পাণ্ডবেশ্বর,হরিপুর,বহুলা,লাউদোহা,বনগ্রাম সহ সমস্ত বাজার হাট খোলা ছিল অন্যান্য দিনের মতোই। রাস্তায় স্বাভাবিক ছিল যান চলাচলও। সরকারি-বেসরকারি অফিস,শিক্ষাপ্রতিষ্ঠানেও বন্ধের কোনো ছাপ পড়েনি।পূর্ব ঘোষণা মত এদিন এলাকার সমস্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে মার্কশিট ও প্রশংসা পত্র দেওয়া হয়। খনি সংস্থা ইসিএলের বাকোলা,কেন্দা, কাজোরা,পাণ্ডবেশ্বর এরিয়ার সমস্ত কয়লা খনিতে শ্রমিকদের হাজিরা ও উৎপাদন ছিল স্বাভাবিক। বন্ধের সমর্থনে খনি অঞ্চলে গতকাল অথবা আজ কোন প্রচারও চোখে পড়েনি। এদিনের বন্ধ সম্পর্কে তৃণমূল নেতা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় জানান, চুক্তিভিত্তিক সেনা নিয়োগের “অগ্নিবীর” প্রকল্প নিয়ে আমাদের দলের অবস্থান খুব স্পষ্ট। আমাদের দল এই প্রকল্প যেমন সমর্থন করে না তেমনি আমরা এই বনধকেও সমর্থন করছি না । আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনধে যাতে রাজ্যে প্রভাব না পড়ে সেজন্য মানুষের কাছে আবেদন রেখেছিলেন। বাংলার মানুষ সেই আবেদনে সাড়া দিয়েছে। খনি এলাকাতেও বনধে কোনো প্রভাব পড়েনি বলে সুজিতবাবুর দাবি।

LEAVE A REPLY