“বৈশাখী উৎসবে” সংগীত অনুষ্ঠান,অঙ্কন প্রতিযোগিতা

0
71

সংবাদদাতা, অন্ডালঃ বৈশাখী উৎসব উপলক্ষে ন্যাশনাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরাম সংস্থার উদ্যোগে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা। রবিবার সকালে প্রতিযোগিতাটি হয় উখরা কে বি হাইস্কুল চত্বরে। বয়স ভিত্তিক তিনটি বিভাগে অঙ্কনে অংশ নিয়েছিল ২২৮ জন প্রতিযোগী। সংস্থার পক্ষে স্বর্ণালী দে জানান,বাংলা নববর্ষ ও রবীন্দ্রনাথের জন্ম মাস উপলক্ষে বৈশাখী উৎসব অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এদিন সকালে অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। সন্ধ্যেবেলায় নৃত্য ও সংগীত অনুষ্ঠান। নৃত্য অনুষ্ঠানে অংশ নেবে কোলফিল্ড ড্যান্স কলেজ ও “সহজ পাঠ” সংস্থার শিক্ষার্থীরা। সংগীত অনুষ্ঠানে প্রধান আকর্ষন প্রখ্যাত শিল্পী অর্পিতা চক্রবর্তী ও তার সম্প্রদায়। অঙ্কন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে সন্ধ্যেবেলার অনুষ্ঠানে। অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY