দ্বারকেশ্বর নদে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক ছাত্রের

0
152

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটে বৃহঃস্পতিবার দুপুরে বাঁকুড়া সদর থানার নন্দীগ্রামের দ্বারকেশ্বর নদের ঘাটে।জানা গেছে এদিন ১২টা নাগাদ বাঁকুড়া শহরের শুভজিত ব্যানার্জী, সৌরভ দাস ও অম্লান গোস্বামী এই তিন বন্ধু স্নান করতে গিয়েছিল দ্বারকেশ্বর নদের ওই ঘাটে। স্নান করতে নেমে তলিয়ে যায় শুভজিত ব্যানার্জী নামে দ্বাদশ শ্রেনীর ওই ছাত্র। তলিয়ে যেতে দেখে তাঁকে খোঁজার চেষ্টা চালায় তাঁর সাথে যাওয়া অপর বন্ধু সৌরভ দাস। এরপরে এলাকায় মানুষ শুরু করে খোঁজাখুঁজি। পরে আসে সিভিল ডিফেন্সের কর্মীরা। হাজির হয় বাঁকুড়া সদর থানার পুলিশ। স্থানীয় মানুষ ও সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি শুরু করে ঘন্টা দুয়েকের চেষ্টায় তলিয়ে যাওয়া শুভজিত ব্যানার্জী নামে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে। বাঁকুড়া সদর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার পরিজনের মধ্যে।

LEAVE A REPLY