বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ ব্যারাজে দামোদর নদে ঝাপ দিয়ে আত্মহত্যা করল এক যুবক। মৃতের নাম অমিত সিং(২২)। মৃত অমিতের বাড়ি কোক-ওভেন থানার অধীন নডিহা এলাকায়। বুধবার সকালে অমিত ঘর থেকে বেরিয়ে সাইকেলে করে ব্যারাজে আসেন। এরপর নদের ধারে সাইকেল, মোবাইল রেখে জলে ঝাপ দেন। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় যুবকদের সাহায্যে প্রায় এক ঘন্টার চেষ্টায় দেহটি জল থেকে তোলে। খবর দেওয়া হয় অমিতের পরিবারের লোকেদের। কী কারণে অমিত আত্মহত্যা করল তা কেউ বুঝতে পারছেন না। এক প্রতিবেশী মৃগাঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ ভালো ছেলে ছিল অমিত। কী কারণে আত্মহত্যা করল কেউ বুঝতে পারছে না। এদিন সকালেও তাঁর মা ও পরিবারের অন্যদের সঙ্গে কথা বলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল।’