‘মিঠুন চক্রবর্তী অমিত শাহের চাকর’ মেজিয়ায় তৃণমূলের পাল্টা সভায় কটাক্ষ জয়প্রকাশের,গলা মেলালেন ব্রাত্যও

0
84

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ মিঠুন চক্রবর্তী নিজে বাঁচার জন্য বিজেপির হাত ধরেছে। এখন বিজেপির হয়ে প্রচার করছে। এখন তিনি অমিত শাহের চাকরগিরি করছেন। অমিত শাহ যেখানে পাঠাচ্ছেন সেখানেই তিনি চাকরের মতো চলে যাচ্ছেন’।  বাঁকুড়ার মেজিয়ায় তৃণমূলের পাল্টা সভা থেকে এই ভাষাতেই মিঠুন চক্রবর্তীর নাম করে কড়া ভাষায় বিঁধলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। ২৪ নভেম্বর মেজিয়া কলেজ মাঠে বিজেপির কর্মী সম্মেলনে হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপির এই সভার ৪৮ ঘন্টার মধ্যে আজ বাঁকুড়ার মেজিয়া হাইস্কুলে পালটা সভা করে তৃণমূল। এদিনের সভায় শুরু থেকেই তৃণমূল নেতৃত্বের বক্তব্যে আক্রমনের নিশানায় ছিলেন মিঠুন চক্রবর্তী। জয়প্রকাশ মজুমদার তাঁর বক্তব্যে মিঠুন চক্রবর্তীকে অমিত শাহের চাকর বলে কটাক্ষ করেন। মঞ্চে মিঠুন চক্রবর্তীকে আক্রমনের লক্ষ করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুও। সভায় ব্রাত্য বসু বলেন, ‘মিঠুন চক্রবর্তী বাংলা সিনেমা করলে এখন নিশ্চিতভাবে বলা যায় সেই সিনেমা চলবে না। সে এখন বাঁকুড়া পুরুলিয়া ঘুরে ঘুরে ডিস্কো ডায়লগ মারছেন। আমি চাই তিনি বেশী করে বাংলায় ঘুরে বেড়ান, উনি যেখানেই যাবেন সেখানেই তৃণমূলের জয় নিশ্চিত হবে’।

LEAVE A REPLY