নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ কুয়াশার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল যাত্রীবোঝাই। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার হিড়বাঁধ থানার গাদাপাথর মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে একটি বেসরকারী বাস বাঁকুড়া থেকে মানবাজারের দিকে যাচ্ছিল। হিড়বাঁধ থানার গাদাপাথর মোড়ের কাছে পৌঁছাতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। দ্রুত স্থানীয় বাসিন্দা ও হিড়বাঁধ থানার পুলিশ বাসের যাত্রীদের উদ্ধার করে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘন কুয়াশার কারনেই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়।