নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ উল্টে গেল যাত্রীবোঝাই বেসরকারি একটি বাস। ঘটনাটি রবিবার সকালে খাতড়া থানা কুচিয়াড়া মোড়ের কাছের। রাস্তা খারাপ, যানবাহন চলাচলের অযোগ্য, যাত্রীবাহী বাস খাল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার ধারে একটি পুকুরে। স্থানীয়রাই তড়িঘড়ি যাত্রীদের উদ্ধার করে খাতড়া হাসপাতালে পাঠায়।পরে ঘটনাস্থলে যায় খাতড়া থানার পুলিশ ও একটি রিকভারি ভ্যান। দুর্ঘটনায় মোট ৬ জন জখম হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খাতড়া মহকুমা হাসপাতালে পাঠায়। বাসিন্দারা জানান, বেহাল রাস্তার জেরে এই দুঘটনা। উদ্ধারকারীরা জানান, বাসটি খাতড়া থেকে সুপুর হয়ে হিড়বাঁধের দিকে যাচ্ছিল।