বাইকে ধাক্কা দিয়ে আগুন ধরে গেল বাসে,রক্ষা পেল যাত্রীরা

0
166

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ মোটর বাইক ধাক্কা লেগে আগুন লাগল বাসে। ঘটনায় কোনক্রমে প্রানে বাঁচলেন যাত্রীরা। ঘটনাটি ঘটে বাঁকুড়া রাইপুর থানার ফুলকুসমার জঙ্গলে। পুলিশ ও স্থানীয় সুত্রে সুত্রে জানা গেছে,  বাঁকুড়ার থেকে ঝাড়গ্রাম মুখী একটি বেসরকারী যাত্রীবাহী বাস বাঁকুড়া ঝাড়্গ্রাম রাজ্য সড়ক দিয়ে যাবার পথে রাইপুর থানার ফুলকুসমার জঙ্গলে একটি বাইককে ধাক্কা মারলে বাইকে থাকা এক মহিলা সহ দুজন ছিটকে পড়ে রাস্তার ধারে। কিন্তু মোটরবাইকটি আটকে যায় বাসের দুটি চাকার মাঝখানে। যাত্রীবাহী বাস ওই অবস্থায় প্রায় ১০০ মিটার টেনে যায় আটকে থাকা বাইকটিকে। এরফলে রাস্তার ঘর্ষনে বাইকের পেট্রল টাঙ্কি ফেটে প্রথমে বাইকে আগুন তারপরে বাসে আগুন লেগে যায়। কোনক্রমে বাস থেকে নেমে আগুনের হাত থেকে প্রানে বাঁচেন যাত্রীরা।বাসটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। এদিকে মোটরবাইকে ছিটকে পড়ে থাকা দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

LEAVE A REPLY