আগুনে ভস্মীভূত বাস,বেঁচে গেলেন যাত্রীরা

0
49

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ যাত্রী বোঝাই বাসে ভয়াবহ আগুন। গোটা বাসটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। তবে কোন বাসযাত্রীর প্রাণহানি হয় নি। রবিবার গভীররাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের রেনেসাঁর কাছে। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ করে। কলকাতা থেকে দুমকাগামী একটি বেসরকারি দূরপাল্লার বাসের টায়ার ফেটে দুর্ঘটনা ঘটে। টায়ার ফাটার পর প্রথমে টায়ারে আগুন ধরে যায়। তারপর দ্রুত গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। যাত্রীরা বাস থেকে নামতে পারলেও যাত্রীদের মালপত্র সবই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

LEAVE A REPLY