বিশেষ প্রতিনিধি,দুর্গাপুর: ঋণ পরিশোধ না করায় এক ব্যবসায়ীর বাড়ির দখল নিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দুর্গাপুর শাখা। স্টিল পার্কে অবস্থিত ওই বাড়ি তৈরির জন্য ৫৫ লাখ টাকা ঋন নিয়েছিলেন এক ব্যবসায়ী। যা এখন সুদ সমেত ৬০ লাখ টাকায় দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে ব্যাঙ্কের আধিকারিকরা, পুলিশ ও একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাড়িটি সীল করে দেয়। কিন্তু গন্ডগোল বাধে বাড়ির নিচ তলায় একটি মদের দোকানকে কেন্দ্র করে। মদের দোকানের মালিক জানান তিনি বাড়ির নিচতলা ভাড়া নিয়ে মদের দোকান করেছেন। সরকারি লাইসেন্স আছে। বাড়ি সীল করে দিলে প্রচুর টাকার লোকসান হবে। কিন্তু কোনও কথা শোনেননি ব্যাঙ্ক আধিকারিকরা। মদের দোকান সমেত পুরো বাড়ি সীল করে দেন তাঁরা।
