অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করল সিবিআই

0
188

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রীর স্নেহধন্য দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করল সিবিআই। বৃহস্পতিবার সকালে তাঁর বোলপুর নীচুপট্টির বাড়িতে হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে অনুব্রতর বোলপুর নীচুপট্টির বাড়ি। সিবিআইকে দেখে দোতলার ঘরে ঢুকে বাড়ির ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয় অনুব্রতর বাড়ির সমস্ত দরজা। সূত্রে খবর অনুব্রতকে তাঁর বাড়িতেই জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারীকরা। প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদেও অনুব্রত কোনওরকম সহযোগিতা করেননি বলে অভিযোগ। গরু পাচার ও তদন্ত অসহযোগিতার কারণে এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে অনুব্রতকে সিবিআইয়ের ক্যাম্প অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আসানসোলে সিবিআই’য়ের বিশেষ আদালতে নিয়ে আসা হয়। দশবারের সমনে মাত্র একবার হাজিরা দিয়েছিলেন তিনি। বুধবারও সমন এড়িয়েছিলেন। তারপর বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে হাজির হয় সিবিআই। গরু পাচার তদন্তে অসহযোগিতার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়।

LEAVE A REPLY