বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূম জেলার একাধিক তৃণমূল নেতা সহ আউশগ্রাম ২ নম্বর ব্লক সভাপতিকে তলব করল সিবিআই। সোমবার দুর্গাপুরের এনআইটি কলেজের গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী দপ্তরে তলব করা হয় তৃণমূল নেতাদের। প্রত্যেককে দীর্ঘক্ষন ধরে জেরা করার পর ছেড়ে দেওয়া হয়। হাজিরা দিতে যাওয়ার আগে আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি অরূপ মিদ্দ্যা বলেন, “২০২১ সালে বিধানসভা ভোটের পর তাঁর এলাকায় কোনও হিংসার ঘটনা ঘটে নি। চক্রান্ত করা হচ্ছে। ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।” কিন্ত জেরার পর বাইরে বেরিয়ে এসে আর কোনও মন্তব্য করতে চান নি অরূপ মিদ্দ্যা। বীরভূম জেলার মহম্মদ বাজার ব্লকের তৃণমূল সভাপতি তাপস সিনহা ২০২১ সালের ২ মে অনুব্রত মন্ডলকে দুবার ফোন করেছিলেন। সেই ফোনের কললিস্ট দেখানো হয় তাপসকে। কী কারণে তিনি অনুব্রতকে ফোন করেছিলেন তা জানতে চান সিবিআই আধিকারিকরা। তাপস বলেন, “ভোটের রেজাল্ট কেমন হয়েছে তা জানাতে অনুব্রতকে ফোন করেছিলেন তিনি।” এদিন তলব করা হয়েছিল সিউড়ি পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত সহ বিধায়ক নীলাবতী সাহার স্বামী দেবাশীষ সাহাকে। এদিন মোট ছ’জনকে তলব করেছিল সিবিআই।