দুর্গাপুরে বেসরকারী সিমেন্ট কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু

0
189

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ সিমেন্ট তৈরির উপকরণ ক্লিংকার ও জিপসাম চাপা পড়ে মৃত্য হলো এক কর্মীর। মৃতের নাম রাধেশ্যাম কেওট (৫০)। শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে বেসরকারি বিড়লা সিমেন্ট কারখানায়। রবিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই মৃত রাধেশ্যামের পরিবারের লোকেরা ও আইএনটিটিইউসি শ্রমিক নেতারা কারখানা চত্বরে আসেন। শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় বলেন, ‘মৃত কর্মীর পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছি ম্যানেজমেন্টের কাছে। এছাড়া দেহ ও পরলৌকিক ক্রিয়াকর্মের জন্য আরও তিরিশ হাজার টাকা দাবি করা হয়েছে।’ কারখানা সূত্রে জানা গেছে, শনিবার রাতের শিফটে কাজে যোগ দিয়েছিলেন রাধেশ্যাম। জিপসাম সরবরাহের কনভেয়ার বেল্ট পরিস্কার করছিলেন রাধেশ্যাম। হঠাৎ বেল্ট স্লিপ করে। পাশে ছিল ক্লিংকার সরবরাহের কনভেয়ার বেল্ট। জিপসাম ও ক্লিংকার রাধেশ্যামের ওপর পড়ে যায়। তাতে চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সহকর্মীদের মধ্যে।  

LEAVE A REPLY