বড়দিনে বাঁকুড়ার সুসজ্জিত সেন্ট্রাল চার্চে বিশেষ প্রার্থনা

0
65

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বড়দিন উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি উৎসবে মেতে উঠল বাঁকুড়া জেলার মানুষও। রীতি মেনে এদিন সকালে বাঁকুড়া সেন্ট্রাল চার্চে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। সেই প্রার্থনায় যোগ দেন বাঁকুড়া শহরের অসংখ্য মানুষ। শুধু খ্রীষ্টান ধর্মাবলম্বীরাই নয় এই বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন আপামর বাঙালি। প্রার্থনার পাশাপাশি সেন্ট্রাল চার্চে প্রভূ যীশুর উদ্যেশ্যে মোমবাতি জ্বেলে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ মানুষ। তবে বাঁকুড়ায় শুধু সেন্ট্রাল চার্চেই নয় এদিন বিশেষ প্রার্থনা আয়োজিত হয় ক্যাথলিক চার্চেও। জেলার সারেঙ্গা সহ অন্যান্য চার্চেও প্রভূ যীশুর উদ্যেশ্যে প্রার্থনায় যোগ দেন সাধারণ মানুষ।

LEAVE A REPLY