বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ দুর্গাপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে একটি সদ্যজাত বাচ্চা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুরে বাচ্চাটি চুরি হয়। বুধবার সকালে হাসপাতালে পুলিশ তদন্তের জন্য আসার পর বাচ্চা চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে। হাসপাতালের তরফে নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে হাসপাতালের সিসি টিভির ছবি খতিয়ে দেখে ও সংগ্রহ করে নিয়ে যায়। বাচ্চা চুরির ঘটনায় এক মহিলার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। পুলিশ ওই মহিলার সন্ধানে তল্লাশি শুরু করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, পান্ডবেশ্বরের গোসাইডাঙা গ্রামের বাসিন্দা ভাদুদাস সিং নামে এক মহিলা সোমবার দুপুরে প্রসব যন্ত্রনা নিয়ে মহকুমা হাসপাতালে ভর্তি হন। তাঁর সঙ্গে স্বামী সহ এক মহিলা ছিলেন। মহিলা নিজেকে ভাদুদাসের দিদি বলে পরিচয় দেন। সোমবার সন্ধায় ভাদুদাস একটি পুত্র সন্তানের জন্ম দেন। মঙ্গলবার দুপুরে ভাদুদাস বাথরুমে গিয়েছিলেন। অভিযোগ সেই সময় ওই মহিলা বাচ্চাটিকে নিয়ে হাসপাতাল থেকে চলে যায়। তারপর থেকে মহিলা ও বাচ্চার কোনও হদিশ পাওয়া যায় নি। ভাদুদাস বলেন, ‘ওই মহিলার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমাকে সাহায্য করার জন্য এসেছিল। মঙ্গলবার দুপুরে ওই মহিলা আমার বাচ্চাকে চুরি করে নিয়ে যায়।’ বুধবার সকালে ভাদুদাসের স্বামীকে নিউ টাউনশিপ থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন দুপুরে ভাদুদাসকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল বলেন, ‘ভাদুদাসের দিদি বাচ্চাটিকে নিয়ে গেছে। হাসপাতালের কোনও গাফিলতি নেই। আমরা একটি কমিটি গঠন করে তদন্ত করছি।’