সংবাদদাতা,অন্ডালঃ ছট ব্রতীদের বিনামূল্যে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন এক টোটো চালক। বিনামূল্যে পরিষেবায় খুশি যাত্রীরাও। টোটো চালকের এই উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রাও। আজ ও আগামীকাল হিন্দি ভাষাভাষীদের বড় উৎসব ছট পুজো। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের এ সময় দেখা যায় ছট ব্রতীদের নতুন শাড়ি,পূজোর ডালা উপহার দিতে। রাজনৈতিক নেতা নেত্রীরা জনসংযোগের উদ্দেশ্যে এ কাজ করেন। কিন্তু, নিঃস্বার্থে এই কাজ করছেন এক টোটো চালক। বিনামূল্যে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন ব্রতীদের। উখরা চার নম্বর এলাকার বাসিন্দা বছর চল্লিশের সানি ভূঁইয়া। পরিবারে রয়েছে স্ত্রী ছেলে মেয়ে। বছর তিনেক আগে রোজগারের উদ্দেশ্যে টোটো চালাতে শুরু করেন। কিন্তু প্রতি বছরই ছট-এর সময় অন্য ভূমিকায় দেখা যায় সানি ভূইয়াকে। এই কদিন নিজের বা পরিবারের জন্য নয়, টোটো চালান ছট ব্রতীদের জন্য। বিনামূল্যে ভাড়া না নিয়ে তাদের পৌঁছে দেন গন্তব্যে। শনিবার সকাল থেকে উখড়া বাজার সহ সংশ্লিষ্ট এলাকায় টোটো নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় সানিকে। টোটোর সামনে লাগানো রয়েছে স্টিকার, তাতে লেখা আছে – ব্রতীদের কোন ভাড়া লাগবে না। সংশ্লিষ্ট এলাকার বহু মানুষই উখরা বাজারে আসেন পুজোসহ ছটের বিভিন্ন সামগ্রি কিনতে। সে সব যাত্রীদের তিনি বিনা ভাড়ায় পৌঁছে দিচ্ছেন নির্দিষ্ট গন্তব্যে। চালক সানি ভূইয়া জানান, সারা বছর নিজের পরিবারের জন্য টোটো চালাই। ছট পুজো হচ্ছে ধার্মিক অনুষ্ঠান। যারা এই পুজো করেন বা যারা ব্রতী তারা পূণ্য অর্জনের জন্য এই কাজ করেন। তাদের সাহায্য করাটাও পূণ্য অর্জনের কাজ। সেই জন্যই এই উদ্যোগ বলে জানান তিনি। স্বাভাবিকভাবেই সানির এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার লোকজনেরাও।