বড়দিনের আগে শহরের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশকর্তারা

0
76

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ আর একদিন পরেই বড়দিনের উৎসবে মেতে উঠবে সাধারণ মানুষ। দুর্গাপুর শহরে উৎসবের কেন্দ্রবিন্দু সিটি সেন্টার। চার্চ, পার্ক, শপিং মল, রেস্তোরাঁ ও হোটেল সবই সিটি সেন্টার অঞ্চলে অবস্থিত। তাই উৎসবের আগে সিটি  সেন্টার অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাস্তায় নামলেন আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তারা। শুক্রবার দুপুরে ডিসি(পূর্ব)অভিষেক গুপ্তার নেতৃত্ব পুলিশ আধিকারিকরা সিটি সেন্টার অঞ্চলের গুরুত্বপূর্ন স্থানগুলি পরিদর্শন করেন। সেখানে সিসি টিভি ক্যামেরার অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি কী ভাবে যান চলাচল নিয়ন্ত্রন করা হবে সেই বিষয়ে আলোচনা করেন। অভিষেক গুপ্তা বলেন, ’২৫ তারিখ সকাল থেকে রাস্তায় মানুষের ভিড় বাড়বে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য নিরাপত্তা আটোসাটা করা হবে। বিশৃঙ্খলা রুখতে গুরুত্বপূর্ন স্থানগুলিতে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হবে।’

LEAVE A REPLY