বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ একাধিক অনিয়মের অভিযোগ বেসরকারি নেশান হাসপাতালের পরিষেবা বন্ধ করার নির্দেশ দিল জেলা স্বাস্থ্য দপ্তর। অনিয়ম থাকায় রাজ্য স্বাস্থ্য দপ্তর চলতি বছরে হাসপাতালের লাইসেন্স পুনর্নবীকরন করে নি। ওই অবস্থায় পরিষেবা চালিয়ে যাচ্ছিল নেশান হাসপাতাল। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে পরিষেবা বন্ধ করার নোটিশ দিয়ে আসেন। আগামী ৩১ জুলাইয়ের পর আর পরিষেবা চালু রাখতে পারবে না নেশান হাসপাতাল কর্তৃপক্ষ। ইন্ডোরে রোগী ভর্তি – আউটডোরে রোগী দেখা সমস্ত পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস বলেন ‘লাইসেন্স পুননর্বীকরণের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র জমা করতে পারে নি নেশান হাসপাতাল কর্তৃপক্ষ। সেই জন্য তাদের লাইসেন্স পুননর্বীকরণ হয় নি। তাই পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ই-মেল করে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে পরিষেবা বন্ধ কার নোটিশ দিয়ে আসে। অভিযোগ একটি বহুতল ফ্লাটের নিচের কয়েকটি ফ্লোরে হাসপাতাল চলছিল। ফ্লাটের বাসিন্দাদের অভিযোগ একই লিফট ও সিড়ি দিয়ে হাসপাতালের স্টাফ ও তাদের ওঠানামা করতে হয়। তাঁর জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন। এছাড়া হাইকোর্টে মামলা দায়ের করেন। তারপরেই পরিষেবা বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর।