আগামীকাল মুখ্যমন্ত্রীর বর্ধমান সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা পুলিশের

0
50

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ ২ ফেব্রুয়ারি বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করতে। তাই আগের দিন থেকেই বর্ধমান শহর জুড়ে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই যান চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুর ১ টায় বর্ধমান শহরের উপকন্ঠে গোদার মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সেই জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে শহরের নাগরিকদের পাশাপাশি সাধারণ মানুষ,  ব্যবসায়ী ও পরিবহন কর্মীদের প্রতি কিছু বিশেষ নিষেধাজ্ঞা বিষয়ে প্রচার করা হচ্ছে। শহরের বেশ কিছু ব্যস্ততম রাস্তায় সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কোনো রকম টোটো,  মোটরভ্যান ও রিক্সা চলবে না এবং কোনো টোটো ও মোটরভ্যান জাতীয় সড়কে উঠবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এর পাশাপাশি ওই সময়ের মধ্যে জিটি রোডের দু’পাশে কোনো রকম পণ্যবাহী যান, চারচাকা ও মোটর সাইকেল রাখা যাবে না বলেও ওই নির্দেশে বলা হয়েছে।

LEAVE A REPLY