দুদিনের সফরে বাঁকুড়ায় এসে পৌছলেন মুখ্যমন্ত্রী

0
84

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা তুঙ্গে,পঞ্চায়েত নির্বাচনের  আগে এই সফর রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। বুধবার থেকে জঙ্গলমহল সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এক বছর পর ফের মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে তৎপরতা তুঙ্গে। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার পুরুলিয়া ও মেদিনীপুরে সরকারী সভা করে মুখ্যমন্ত্রী এসে পৌছান বাঁকুড়ায়।বাঁকুড়া সার্কিট হাউসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া স্টেডিয়ামে অস্থায়ী হেলিপ্যাডে নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেখান থেকে মুখ্যমন্ত্রী কনভয় এসে পৌঁছয় বাঁকুড়া সার্কিট হাউসে।বাঁকুড়ার সার্কিট হাউসে রাত্রিবাস করে শুক্রবার সকালে বাঁকুড়া শহর লাগোয়া বলরামপুর মাঠে সরকারী সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওই সভা থেকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন পরিসেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এই সরকারী সভা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী জেলায় আসায় নির্বাচনী প্রচারে তৃণমূল বেশ কিছুটা এগিয়ে রইল বলেই মনে করছে তৃণমূল। সম্প্রতি বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ছবি প্রকাশ্যে আসছে।  রাজনৈতিক মহলের ধারণা জেলা সফরকালে মুখ্যমন্ত্রী দলের জেলা স্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠক করে সেই গোষ্ঠীদ্বন্দ মিটিয়ে পঞ্চায়েত নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার ডাক দিতে পারেন তৃনমূল নেত্রী। বাঁকুড়ার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ডাক না পেয়ে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সফরকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বাঁকুড়া বিজেপি সাংসদ সুভাষ সরকার। তার দাবি সম্প্রতি গ্রুপ ডি সহ বিভিন্ন ক্ষেত্রে যেসব দুর্নীতির কথা উঠে আসছে তাদেরকে পরামর্শ দিতেই আগমন মুখ্যমন্ত্রীর। এর পাশাপাশি তিনি পঞ্চায়েত নির্বাচনের প্রচার সারবেন সরকারি সভা থেকে কটাক্ষ বিজেপি সাংসদের।

LEAVE A REPLY