নিয়ম না মানায় কয়লা বোঝাই চারটি ডাম্পার আটক করল পুলিশ

0
133

সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ  নিয়ম না মেনে কয়লা পরিবহন করার সময় পুলিশ আটক করল চারটি কয়লা বোঝাই ডাম্পার। পাণ্ডবেশ্বরের টুমনী ব্রিজের কাছে কয়লা সহ ডাম্পার গুলিকে আটক করে পুলিশ। নভেম্বর মাসের ১ তারিখ শুরু হয়েছে পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। গোটা মাসজুড়ে এই কর্মসূচি চলবে। বৃহস্পতিবার সকালে এই কর্মসূচি চলার সময়ে পুলিশ আটক করে চারটি কয়লা বোঝাই ডাম্পার। আটক ডাম্পার গুলি ইসিএল এর সোনপুর বাজারি প্রজেক্টের কয়লা পরিবহন এর কাজের সাথে যুক্ত বলে জানা গেছে। এদিন সিএইচপি থেকে কয়লা বোঝাই করে ডাম্পার গুলি যাচ্ছিল সাইডিং এর উদ্দেশ্যে। টুমনী ব্রিজের কাছে ডাম্পার গুলিকে আটক করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ডাম্পার গুলিতে ছিল অতিরিক্ত কয়লা, আঢাকা অবস্থায়। কয়লা পরিবহনের সময়ে ডাম্পার গুলি আচ্ছাদন ঢাকা থাকা বাধ্যতামূলক। দূষণ রোধের জন্যই এই নিয়ম। আটক ডাম্পার গুলিতে কোন আচ্ছাদন ছিল না। নিয়ম না মানার কারণে ডাম্পার গুলি আটক করা হয়েছে বলে পাণ্ডবেশ্বর থানার এক আধিকারিক জানান।

LEAVE A REPLY