নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ কয়লার রেল সাইডিং থেকে ছড়ানো দূষণ বন্ধের দাবীতে এলাকাবাসীর আন্দোলন আরো তীব্রতর হল বাঁকুড়ার বেলগড়িয়া রেল সাইডিংয়ে। আজ এলাকার দূষণ পরিস্থিতি খতিয়ে দেখতে বাঁকুড়ার মহকুমা শাসক, বাঁকুড়া সদর থানার পুলিশ ও বাঁকুড়া পুরসভার কর্তারা এলাকায় গেলে ফের তাঁদের ঘিরে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। বিক্ষোভের মুখে পড়ে এক পুলিশ আধিকারিককে হুঁশিয়ারি দিতেও দেখা যায়।বাঁকুড়া বেলগড়িয়া রেল সাইডিংয়ে দূষণের সমস্যা দীর্ঘদিনের। বছর দেড়েক আগে বড়জোড়ার পিডিসিএল এর খোলামুখ কয়লাখনি থেকে সড়ক পথে ওই রেল সাইডিংয়ে কয়লা আনার কাজ শুরু হলে দূষণের সমস্যা তীব্রতর হয়। স্থানীয়দের দাবী রেল সাইডিং এর ঠিক পাশেই রয়েছে জনবহুল বেলগড়িয়া, কমরার মাঠ, আশ্রমপাড়া, শ্যামদাসপুর সহ একাধিক এলাকা। বাতাসের সাহায্যে সাইডিং থেকে ছড়িয়ে পড়া কয়লার গুঁড়ো শ্বাস প্রশ্বাসের সঙ্গে অনবরত শরীরে ঢুকে পড়ছে। দিনের পর দিন এই দূষণে এলাকায় শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে অবিলম্বে সাইডিং জনবহুল এলাকা থেকে সরানোর দাবীতে গতকাল থেকে সরব হয়েছেন এলাকার মানুষ। গতকাল এক পুলিশ আধিকারিক পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে তাঁকে বিক্ষোভ দেখান এলাকাবাসী। আজ একযোগে পুলিশ, মহকুমা প্রশাসন ও পুরসভার কর্মকর্তারা এলাকায় গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষোভের মুখে পড়ে এক পুলিশ আধিকারিক আন্দোলনকারীদের কার্যত হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। এরপরই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর দাবী যত হুমকী বা হুঁশিয়ারি আসুক না কেন কোনোভাবেই তাঁরা আন্দোলনের জমি ছাড়বেন না। দূষণের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন বাঁকুড়ার পুরপ্রধান। পুরপ্রধানের দাবী দূষণ নিয়ন্ত্রণে রাখতে কয়লা পরিবহনকারী সংস্থাকে এলাকায় পর্যাপ্ত জল ছেটানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। দূষণ কমাতে একই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মহকুমা শাসকও।