কয়লার লরির ধাক্কায় আহত এক, কাজোরায় উত্তেজনা

0
72

সংবাদদাতা, অন্ডালঃ এরিয়ার জামবাদ, পরাশকোল, খাসকাজোরা সহ বেশ কয়েকটি কোলিয়ারির কয়লা বোঝাই ডিও-এর গাড়ি যাতায়াত করে কাজোরা বাজার দিয়ে। আগে কয়লা বোঝাই লরি চলার কোন নির্দিষ্ট সময় ছিল না। স্কুল টাইম ও ব্যস্ত সময়ে লরি যাতায়াতের ফলে ছোট বড় দুর্ঘটনা ঘটে যেত। পরে গ্রামবাসীদের দাবি মেনে লরি চলার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয় প্রশাসন। রাত্রি ন’টার পর সাধারণত ডিও-এর কয়লা বোঝায় লরি গুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বুধবার রাতে এইরকমই একটি কয়লা বোঝাই লরির ধাক্কায় আহত হন মনসুর শেখ নামে কাজোরা বাজারের বাসিন্দা এক ব্যক্তি। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়ায় চরম উত্তেজনা। ঘাতক লরিটি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আহতের চিকিৎসার খরচ ও বাজার এলাকা দিয়ে কয়লার ডিও লরি যাতায়াত বন্ধ করার দাবি ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। রাত্রি দশটা নাগাদ অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারীর মধ্যস্থতায় উঠে বিক্ষোভ। ওই লরি সহ ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। কাজোরার বাসিন্দা তথা অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় চক্রবর্তি বলেন,আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা ও কাজোড়া বাজার এলাকায় যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করার জন্য পুলিশের আছে দাবি জানিয়েছি আমরা। অন্যদিকে সিপিএম নেতা তুফান মন্ডল বলেন, কাজোরা এলাকায় যানজট নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা হতাশজনক। ডিও-র গাড়ি যাতায়াত নিয়েও প্রশ্ন তুলেন তুফানবাবু। তিনি বলেন, এখানে ডিও-র আড়ালে লরিতে অবৈধ কয়লা পাচারও চলছে। সাধারণের চোখে যাতে তা না পরে তাই দিনের পরিবর্তে রাত্রি নটার পর লরি গুলি যাতায়াত করে। কয়লার লরিটি বৈধ কিনা সেই প্রশ্নও তোলেন তুফানবাবু।

LEAVE A REPLY