বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদীর সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামল দুর্গাপুরের সিপিএম নেতৃত্ব। রাষ্ট্রয়ত্ত্ব ইন্ডিয়ান অয়েলের বটলিং প্লান্টের সামনে বিক্ষোভ করেন সিপিএম নেতা কর্মীরা। একই পথে হেঁটে সিটি সেন্টার অঞ্চলে ইন্ডিয়ান অয়েলের আঞ্চলিক দপ্তরের সামনে বিক্ষোভ করে এসইউসিআই। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির সার্কুলার জ্বালিয়ে বিক্ষোভ করেন সংগঠনের কর্মীরা। শুধু রাজনৈতিক দলের কর্মীরা নন, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষও।